ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপির উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
সিএমপির উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপার শেডে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির অহংকার।

মুক্তিযোদ্ধারা আমাদের মাথার মুকুট। আমরা তাদের সামনে রেখে চলতে চাই। ’

কোন মুক্তিযোদ্ধা থানা বা অফিসে আসলে তাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন সিএমপি কমিশনার।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ, মুক্তিযোদ্ধা মহিফুর রহমান, মুক্তিযোদ্ধা শাহ আলম।

অনুষ্ঠানে মহানগর ও জেলায় বসবাসরত ৩৬০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও উপহার সামগ্রী দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান ও অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

 বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।