ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুদ্ধজাহাজ ‘সমুদ্রজয়’ দেখতে মানুষের ভিড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
যুদ্ধজাহাজ ‘সমুদ্রজয়’ দেখতে মানুষের ভিড় ‘বানৌজা সমুদ্রজয়’ দেখতে কৌতূহলী মানুষের ভিড় ছিল উপচেপড়া।

চট্টগ্রাম: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নেভাল বার্থে উন্মুক্ত রাখা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্রজয়’ দেখতে কৌতূহলী মানুষের ভিড় ছিল উপচেপড়া।

এর মধ্যে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও বিপুলসংখ্যক নারীসহ সাধারণ মানুষ ছিলেন।   

রোববার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম নৌ অঞ্চলে মহান বিজয় দিবস-২০১৮ পালিত হয়েছে।

বাদ ফজর নৌবাহিনীর মসজিদগুলোতে স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযাদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে সকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।