ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবসে সোসাইটি ক্লাবের পতাকা মিছিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
বিজয় দিবসে সোসাইটি ক্লাবের পতাকা মিছিল সোসাইটি ক্লাবের পতাকা মিছিল

চট্টগ্রাম: নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার মহত্ত্ব পৌঁছে দিতে বিজয় দিবসে বর্ণাঢ্য র‌্যালি করেছে নাছিরাবাদ হাউজিং সোসাইটির ‘সোসাইটি ক্লাব’।

রোববার (১৬ ডিসেম্বর) সকালে সোসাইটি মাঠের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 সোসাইটি ক্লাবের পতাকা মিছিলর‌্যালিতে যোগ দেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বড়দের হাত ধরে এসেছে শিশু কিশোররাও। শিশু, নারী ও তরুণদের পরনে ছিল লাল-সবুজ ফ্রক, ত্রিপিস, পাঞ্জাবি আর শাড়ি।
হাতে লাল সবুজের পতাকা, মাথায় বিজয় দিবসের শুভেচ্ছা লেখা ফিতা।

র‌্যালি শেষে বক্তব্য দেন ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

মোহাম্মদ মহসিন বলেন, বিজয় র‌্যালির মাধ্যমে সোসাইটি ক্লাবের কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে। এই র‌্যালির উদ্দেশ্য, নতুন প্রজন্মকে  দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। ক্লাবের পক্ষ থেকে আগামিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে।

এসময় ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আসিফ সিরাজ, সাধারণ সম্পাদক আলী ইকরামুল হক, সহ সভাপতি মফিজ উদ্দিন, সালাউদ্দিন আকবর, উপদেষ্টা সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।