ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাধীনতা বিরোধীদের বর্জন করুন: দিদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
স্বাধীনতা বিরোধীদের বর্জন করুন: দিদার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য দিদারুল আলম

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের সময় যারা এদেশের সন্তানদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে, অসংখ্য মা-বাবা যাদের কারণে সন্তান হারিয়েছেন, সেই স্বাধীনতার বিরোধী শক্তি এবং তাদের দোসরদের বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো স্থান নেই। স্বাধীনতাবিরোধী শক্তির জোট ঐক্যফ্রন্টকে আসন্ন সংসদ নির্বাচনে বর্জন করুন।

রোববার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য দিদারুল আলম এসব কথা বলেন।

তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে এবং সীতাকুণ্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আ্ওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, পৌরসভার মেয়র বদিউল আলম, উপজেলা আ্ওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী,  ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, নাজমুল বারি পিন্টু, রুহুল আমীন,  এ জে এম হোসেন লিটন, বেলাল হোসেন, কাউন্সিলর আনোয়ারা বেগম, জেসমিন আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।