bangla news

শিক্ষার্থীদের দেশপ্রেমিক হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-১৬ ৪:৩৮:২০ পিএম
বক্তব্য দেন নুরুল ইসলাম বিএসসি

বক্তব্য দেন নুরুল ইসলাম বিএসসি

চট্টগ্রাম: শিক্ষার্থীদের দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়ে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, দেশপ্রেম না থাকলে শিক্ষিত হওয়ার উদ্দেশ্যটাই বৃথা।

রোববার (১৬ ডিসেম্বর) নগরের চান্দগাঁও সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি চান্দগাঁও থানার জনসাধারণকে শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। শিক্ষার্থীদের ভালো পড়ালেখার মাধ্যমে শিক্ষিত হয়ে দেশের সেবা করতে হবে।

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পপতি জাহেদুল ইসলাম।  

বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন নুরুল ইসলাম বিএসসির সহধর্মিনী সানোয়ারা ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য  নাজমুল হক নজু ও প্রধান শিক্ষক আবুল মনছুর চৌধুরী।

পরে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-12-16 16:38:20