ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানবতার সেবায় নিয়োজিত আদ্যাপীঠ মন্দির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
মানবতার সেবায় নিয়োজিত আদ্যাপীঠ মন্দির বক্তব্য দেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী

চট্টগ্রাম: কলকাতার দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরের আদলে রাউজানের আদ্যাপীঠের আঙ্গিনায় মানবতার সেবায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।

সম্প্রতি শ্রীশ্রী অন্নদাঠাকুরের ১২৮তম জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত চট্টগ্রামের রাউজান আদ্যাপীঠ মন্দিরে ধর্মীয় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী বক্তৃতায় কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের সম্পাদক ও ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই রাউজান আদ্যাপীঠ মন্দিরের সামগ্রিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর প্রশংসা করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রচনা ও সামাজিক ভ্রাতৃত্ব বিনির্মাণে আদ্যাপীঠ মন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ রাউজানের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত।

শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ রাউজানের সভাপতি দীলিপ কুমার মজুমদারের সভাপতিত্বে এবং কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, শিল্পপতি সুকুমার চৌধুরী, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।