ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘তারুণ্যের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
‘তারুণ্যের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক’ বক্তব্য দেন প্রফেসর ড. অনুপম সেন

চট্টগ্রাম: ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো এ দেশের তরুণ প্রজন্ম। যতবার দেশ হোঁচট খেয়েছে. ততবারই দেশকে টেনে তুলেছে তারা। বর্তমান বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তাই তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।

এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা।

শনিবার (১৫ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘তারুণ্যের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত বক্তারা এ আহ্বান জানান।

চট্টগ্রাম সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াড এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে সঞ্চালনা করেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত ভূষণ বড়ুয়া।

অনুষ্ঠানের সূচনা পর্বে ড. অনুপম সেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে উন্নয়ন দরকার। তাই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে বর্তমান সরকারকে আবারও ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত ভূষণ বড়ুয়া বলেন, বর্তমান বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। কিন্তু একটি ভুল সিদ্ধান্তে থমকে যেতে পারে দেশের উন্নয়ন। তাই আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের শিক্ষক মো. মাসুদ রানা বলেন, তরুণদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। সরকার কী দিয়েছে এগুলো ভাবার এখনই সময়।

আলোচনায় আরও অংশ নেন সাদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক প্রকৌশলী এম আলী আশরাফ, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক সাইফু্দ্দীন মুন্না, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, দৃষ্টির সভাপতি মাসুদ বকুল, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সভাপতি এস এম আবু তৈয়ব, মুক্তিযুদ্ধ একাডেমি চট্টগ্রামের আহ্বায়ক আ ফ ম মোদাচ্ছের আলী, বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত, দৃষ্টির সিনিয়র সহ-সভাপতি সাইফ চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্পনা লালা, সিনে তারুণ্যের কাবেরী আইচ।

বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরুনিমা দত্ত, সিইউএসডির সাংগঠনিক সম্পাদক মো. আতাহার মাসুম, দীপ্ত নন্দী, ইউসএসটিসি ডিবেট ক্লাবের সভাপতি কাজী তাত্তকীর জাহিন, ইডিইউ ডিবেট সোসাইটির সভাপতি মুন্না মজুমদার, সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ফয়সাল রহমান, চট্টগ্রাম কমার্স কলেজ ডিবেটিং সোসাইটির সম্পাদক কাজী মাঈনুদ্দীন, তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মছরুর হোসেন, মুক্তধ্বনি আবৃত্তি সংগঠনের সহ-সভাপতি মেহেরুন নাহার বেগম প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।