ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মোরশেদের জানাজায় মানুষের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
মোরশেদের জানাজায় মানুষের ঢল মোরশেদের জানাজায় মানুষের ঢল। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলমের জানাজায় মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) জুমার নামাজের পর লালদীঘি মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। কানায় কানায় ভরে যায় মাঠ।

ইমামতি করেন লালদীঘি মসজিদের খতিব মাওলানা গাজী গোলাম মোস্তফা মুহাম্মদ নূরুন্নবী আল কাদেরী।

আরও খবর>>
** 
চট্টগ্রামের আ’লীগ নেতা মোরশেদুল আলম আর নেই

জানাজায় অংশ নেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর মৃক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, সলিমুল হক বাচ্চু, আবদুল কাদের জাবেদ, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট এমএ নাসের, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বাবুল, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন প্রমুখ।

মোরশেদের জানাজায় মানুষের ঢল।  ছবি: সোহেল সরওয়ারআবেগাপ্লুত কণ্ঠে মেয়র বলেন, বন্ধুসুলভ মন ছিল মোরশেদের। মানুষকে ভালোবাসতেন। মৃত্যুর আগের দিন আমাকে বলেছিলেন, পরদিন সন্ধ্যায় এসে দেখা করবেন। আমরা একজন কাছের মানুষকে হারিয়েছি।

চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, মোরশেদ ছাত্রজীবন থেকে আমার বন্ধু। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি সিজেকেএসের কাউন্সিলর ছিলেন। পৃথিবীতে ভারী বস্তু পিতার কাঁধে সন্তানের মরদেহ। আজ মোরশেদের বাবার কষ্ট আমাদেরও কষ্ট দিচ্ছে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই।

এসময়  উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন, কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আশীষ চৌধুরী প্রমুখ।

গত ৩০ নভেম্বর চীনের সাংহাইতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোরশেদ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। কদম মোবারক কবরস্থানে দাফন করা হবে মোরশেদুল আলমকে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।