ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সব সূচক অতিক্রম করেছে দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
সব সূচক অতিক্রম করেছে দেশ বক্তব্য দেন কম্পট্রোলার ও অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বাংলাদেশ প্রথমবারের মতো উন্নয়নশীল দেশ হওয়ার জন্য সব সূচক অতিক্রম করেছে বলে জানিয়েছেন কম্পট্রোলার ও অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে 'উন্নয়নশীল দেশের অন্তর্ভূক্তির পথে বাংলাদেশ' শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০২৪ সালে বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে।

অভিজ্ঞতা বিনিময় করে তিনি বলেন, বাংলাদেশে সরকারি কর্মজীবীর সংখ্যা নির্ধারণে অনেক প্রকল্প নিলেও তখন ২০-২৫ বছরেও বের করা যায়নি। আমি গ্রামের ছেলে।

রাউজানের কদলপুর গ্রাম আমাদের। প্রকল্পগুলো ছিল দৌড়িয়ে ছাগল ধরার মতো। ২০১৫ সালে যখন নতুন পে স্কেল ঘোষণার পর দু'জন আইটি কনসালটেন্টকে বললাম একটি ছাঁই (এমপ্লয়িজ ডাটাবেজ) বানান। ওয়েব বেইজড সফটওয়্যার তৈরি হলো।

‘বললাম যারা তথ্য দেবে না তাদের বেতন-ভাতা বন্ধ। লাখ দশেক টাকা খরচ করে সবাইকে সিস্টেমে নিয়ে আসলাম। একইভাবে পেনশনারদের সিস্টেমে নিয়ে আসলাম। কেউ বলে ৯ লাখ, কেউ বলে ১০ লাখ। সিস্টেমে ৬ লাখ ৮৮ হাজার ৭০৭ পেলাম ২ বছরে। সবার তথ্য স্মার্টফোনে হাতের মুঠোয়। শিখিয়েছি, পেনশনারকে বলবেন, স্যার আপনি কোন ব্যাংকে হিসাব খুলবেন, বিকাশে খুলবেন? সহজ করে দিয়েছি। ’

তিনি বলেন, আমাদের লার্নিং প্রসেস ও ইনস্পেকশন জোরদার করতে হবে। প্রফেশনাল স্কিল বাড়াতে হবে। চ্যালেঞ্জ নিতে হবে।

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবির সচিব ও অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রহমান খান।

আলোচনায় অংশ নেন আইডিএলসির প্রধান নির্বাহী আরিফ খান, বাংলাদেশ গৃহঋণ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন চিনিশিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন ও আইসিএমএ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ সেলিম।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad