ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নৌকার পক্ষে আইনজীবীদের কাজ করার আহ্বান বাদলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
নৌকার পক্ষে আইনজীবীদের কাজ করার আহ্বান বাদলের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মইন উদ্দিন খান বাদল

চট্টগ্রাম: নৌকা প্রতীকের পক্ষে আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী মইন উদ্দিন খান বাদল।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম মইন উদ্দিন খান বাদলের সঙ্গে এ মতবিনিময় সভা আয়োজন করে।

মইন উদ্দিন খান বাদল বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি বঙ্গবন্ধুর সমতুল্য কেউ নেই। বঙ্গবন্ধুকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে।

সংসদে গিয়ে আমি জনকল্যাণ হবে এমন অনেক আইন প্রণয়নে কাজ করেছি। ভবিষ্যতে সংসদে গিয়ে একই কাজ করবো। ’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার হাতে দেশ নিরাপদ নয়। তাই নৌকাকে বিজয়ী করতে হবে। চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় আবার পাঠাতে হবে। ’

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘আসন্ন নির্বাচনে দেশের মানুষকে নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য আইনজীবীদের মূখ্য ভূমিকা পালন করতে হবে। সকল প্রকার পরিস্থিতি মোকাবেলা করার জন্য চট্টগ্রাম ১৬টি আসনের নির্বাচনী এলাকার কেন্দ্রে উপস্থিত থেকে আইনজীবীরদেরকে নৌকার বিজয়কে নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। ’

সমন্বয় পরিষদের সদস্য সচিব ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন খোকনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও জেলা পাবলিক প্রসিকিউটর একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, আনোয়ারুল ইসলাম চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি কামরুন নাহার।

সভায় উপস্থিত ছিলেন আইনজীবী নেতা আইয়ুব খান, কাজী নজমুল হক, সৈয়দ মোক্তার আহমদ, আবদুল হান্নান, শংকর প্রসাদ দে, আলী আশরাফ চৌধুরী, সৈয়দ মো. কামাল উদ্দিন, ভূপাল চক্রবর্ত্তী, শফিউল আলম সিদ্দিকী, তসলিম উদ্দিন, আবু তৈয়ব কিরন, আনোয়ার হোসেন আজাদ, মধুসুদন দাশ, নুরুল আনোয়ার, নূর হোসেন, সেলিম আনসার রানা, বিধান কুমার বিশ্বাস, পাপড়ী সুলতানা, রুবেল পাল, তপন কুমার দাশ, রিক্তা বড়ুয়া, জাহাঙ্গীর আলম, অহিদ উল্লাহ. মোসলেম উদ্দিন, নজরুল ইসলাম, হাসান মুরাদ, মো. শামসুল আলম, মো. জসীম উদ্দিন, রাজীব খান, খুশী চৌধুরী, মো. রাশেদুল আলম রাশেদ, সেলিনা আকতার, ইয়াসিন মাহমুদ তানজিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।