ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাহিত্য পরিষদের দায়িত্বে জিন্নাহ ও আহমেদ খসরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
সাহিত্য পরিষদের দায়িত্বে জিন্নাহ ও আহমেদ খসরু

চট্টগ্রাম: শিক্ষাবিদ, লেখক-গবেষক অধ্যাপক ড. রশীদ আল ফারুকী প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন 'বাংলাদেশ সাহিত্য পরিষদের' নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে কবি জিন্নাহ চৌধুরীকে সভাপতি ও  আহমেদ খসরুকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) নগরের একটি রেস্টুরেন্টে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী বাবর ও সাইয়েদা জয়নব শিউলী, যুগ্ম সম্পাদক হাবীব সাখাওয়াত ও বশির উদ্দিন আহমদ কনক, সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী,  প্রচার সম্পাদক আলী প্রয়াস, দপ্তর সম্পাদক আ ফ ম রবিউল হোসাইন, সংস্কৃতি ও পাঠচক্র সম্পাদক সেলিম রেজা সাগর, সহ-সংস্কৃতি ও পাঠচক্র সম্পাদক লায়লা নুর,

কোষাধ্যক্ষ অশ্রুত কুমার চক্রবর্তী,  নির্বাহী সদস্য সুকান্ত ভট্টাচার্য,  মোরশেদ তালুকদার  (দৈনিক আজাদী),  এসএম আবু সুফিয়ান, মিনু রানী মিত্র ,মহি উদ্দিন (দৈনিক আমাদের সময়), প্রকৌশলী. রাশেদুল হাসান ও সামশুল আলম রিপন।

অধ্যাপক ড. রশীদ আল ফারুকী চট্টগ্রামের বিশিষ্টজনদের নিয়ে ১৯৮৫ সালে 'বাংলাদেশ সাহিত্য পরিষদ' প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮

জে্‌ইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।