ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আলীমিয়া হাট সরকারি বিদ্যালয়ে মা সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
আলীমিয়া হাট সরকারি বিদ্যালয়ে মা সমাবেশ বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর হাতে উপহার তুলে দেন অতিথিরা।

চট্টগ্রাম: রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলীমিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) স্কুল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাউজানে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরির্বতন এসেছে।

যার রূপকার বর্তমান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজানে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আবারও এবিএম ফজলে করিম চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে হবে।

স্কুলের প্রধান শিক্ষক জোবায়ের ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাইদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্কুল পরিচালনা পরিষদের সহ-সভাপতি দিদারুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কদর, মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল খালেদ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।