ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহাদাতের জন্য ভোট চাইতে মাঠে নোমান-খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
শাহাদাতের জন্য ভোট চাইতে মাঠে নোমান-খসরু শাহাদাতের জন্য ভোট চাইতে মাঠে নোমান-খসরু। ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নোমান চট্টগ্রাম-১০ আসনের ও খসরু চট্টগ্রাম-১১ আসনের  বিএনপির প্রার্থী।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরের মেহেদিবাগ থেকে ওই দুই নেতার নেতৃত্বে মিছিল বের হয়।

মিছিলটি কাজির দেউড়ীর কাঁচাবাজারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।

নির্বাচন কমিশনের পক্ষে এখনও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব হয়নি দাবি করে নোমান বলেন, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের প্রচারণায় হামলা চালানো হচ্ছে।

নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।

শাহাদাতের জন্য ভোট চাইতে মাঠে নোমান-খসরু। খসরু বলেন, বিএনপির প্রার্থীদের কারাবন্দি করে নির্বাচন থেকে দূরে সরাতে চাচ্ছে সরকার। কিন্তু কারাগারে রেখে, দমন-পীড়ন চালিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবে না। বিএনপি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবে।  

নোমান-খসরু এসময় ভোটারদের কাছে ডা. শাহাদাতের জন্য ভোট চান।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।