ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘নৌকা’র পক্ষে মেহনতি মানুষকে গেঞ্জি উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
‘নৌকা’র পক্ষে মেহনতি মানুষকে গেঞ্জি উপহার ‘নৌকা’র পক্ষে মেহনতি মানুষকে গেঞ্জি উপহার

চট্টগ্রাম: নগরের ৪১ ওয়ার্ডের ২০ হাজার মেহনতি মানুষকে ‘নৌকা’ প্রতীক মুদ্রিত গেঞ্জি ‘উপহার’ দিচ্ছেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কাজীর দেউড়ি মোড়ে গেঞ্জি (টি-শার্ট) বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র পরিচালক রাজীব দাশ সুজয়, শাহজাদা মহিউদ্দীন, আবদুল নবি লেদু, শুকলাল শীল, জাবেদুল আলম সুমন, ওয়াহিদুল আলম শিমুল, আবদুল্লাহ আল মামুন, ইয়াসিন আরাফাত, সাব্বির সাদেক, প্রকৌশলী সৈকত দাশ, শিবু দাশগুপ্ত, মানস দে, তানজিমুল হোসেন, মো. তৌহিদ, সালাউদ্দিন চৌধুরী রবি, মো. আলী হায়দার, নুরুল ইসলাম, সৈয়দ নাদিম নেওয়াজ, বাহার উদ্দিন, নজরুল ইসলাম ইমু, বিধান সরকার, মো. রাজু প্রমুখ।

গেঞ্জি উপহার দেওয়া প্রসঙ্গে শৈবাল দাশ সুমন বাংলানিউজকে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসেবে মেহনতি মানুষের মধ্যে গেঞ্জি বিতরণ করছি।

তিনি বলেন, নগরে তিনটি এবং শহরতলির তিনটি আসনের অংশবিশেষ নগরের মধ্যে পড়েছে।

তাই কোনো প্রার্থীর নাম ছাপানো হয়নি। শুধু লিখেছি-‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সমৃদ্ধির পথে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট নৌকায় দিন। ’

গেঞ্জির পিঠের অংশে লেখা আছে ‘আধুনিক চট্টলার রূপকার আ জ ম নাছির উদ্দীনের সালাম নিন, নৌকায় ভোট দিন। ’ ৪১ ওয়ার্ডের ২০ হাজার মেহনতি মানুষকে গেঞ্জি উপহার দেব, যাদের হৃদয়ে বঙ্গবন্ধু-চেতনায় মুক্তিযুদ্ধ।

তিনি জানান, শনিবার চকবাজার, রোববার অক্সিজেন, সোমবার লালখান বাজার এলাকায় নৌকা প্রতীকের গেঞ্জি বিতরণ করা হবে। এরপর পর্যায়ক্রমে পুরো নগরে বিতরণ করা হবে। প্রবীণ রিকশাচালক, মেহনতি মানুষকে এসব গেঞ্জি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।