ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

চট্টগ্রাম: নগরের চকবাজার ও আকবর শাহ থানা এলাকায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে চকবাজার এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশা থেকে পড়ে শিশু ফারিস্তা (৪) মারা যায়।

অন্যদিকে দুপুরে আকবর শাহ থানাধীন একটি কারখানার ভেতরে ঝাড়ু দেওয়ার সময় লরির ধাক্কায় মো. ইসমাঈলের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে দুই সন্তানকে নিয়ে সিএনজি অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন শিশু ফারিস্তার মা। এ সময় চলন্ত  অটোরিকশার দরজা খোলা থাকায় রাস্তায় পড়ে যায় শিশুটি।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, আকবর শাহ থানার বিএসআরএম ফ্যাক্টরি এলাকার একটি কারখানায় ঝাড়ু দিচ্ছিলেন মো. ইসমাঈল। এ সময় লরির ধাক্কায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।