ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মালয়েশিয়ায় বিশেষ সম্মাননা পাচ্ছেন চমেবি ভিসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
মালয়েশিয়ায় বিশেষ সম্মাননা পাচ্ছেন চমেবি ভিসি

চট্টগ্রাম: মালয়েশিয়ার সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্সেস এর নবম সমাবর্তনে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে আমন্ত্রণ পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।

সম্প্রতি সাইবারজায়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর দাতো ডা. মোহাম্মদ আবদ রাজ্জাক শনিবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠেয় সমাবর্তনে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে সম্মাননা নিতে আমন্ত্রণ পত্রের মাধ্যমে ডা. মো. ইসমাইল খানকে অনুরোধ জানান।

অধ্যাপক ডা. মো. ইসমাইল খান সমাবর্তনে আমন্ত্রণ জানানোয় সাইবারজায়া ইউনিভার্সিটি কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের আন্তঃসম্পর্কের প্রশংসার পাশাপাশি উভয় দেশের ভবিষ্যৎ চিকিৎসা ও শিক্ষা খাতের মানোন্নয়নে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

মালয়েশিয়ার সেলাঙ্গরে অবস্থিত সাইবারজায়া ইউনিভার্সিটির নবম সমাবর্তনে যোগ দিতে ডা. মো. ইসমাইল খানের শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।