ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নৌকা বিজয়ী না হলে দেশ হবে জঙ্গিবাদের আস্তানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
নৌকা বিজয়ী না হলে দেশ হবে জঙ্গিবাদের আস্তানা বক্তব্য দেন চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এমএ লতিফ

চট্টগ্রাম: নৌকার বিজয় নশ্চাৎ হলে উন্নয়নের অগ্রগতি থেমে যাবে, দেশ হবে জঙ্গিবাদের আস্তানা। দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডের যে জোয়ার তা ষড়যন্ত্রকারীদের দ্বারা আক্রান্ত হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত রাষ্ট্র হবার স্বপ্ন ধূলিসাৎ হবে।

বুধবার (১২ ডিসেম্বর) নগর যুবলীগ ও চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন ওয়ার্ড যুবলীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী এমএ লতিফ এসব কথা বলেন।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ভূলণ্ঠিত হবে যদি না নৌকা প্রতীক বিজয় না হয়।

চট্টগ্রাম-১১ আসনটি জাতীয় অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় রাজস্বের এক-তৃতীয়াংশ অর্থ জোগান দেওয়া হয় এ আসন থেকে।

সভাপতির বক্তব্যে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনটি আবার জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে যুবলীগের নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে কাজ করবে।

যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা বলেন, অতীতের মতো যুবলীগের নেতাকর্মীরা তাদের জীবনবাজি রেখে প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবে।

যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, আগামী নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে যুবলীগের নেতা-কর্মীরা প্রস্তুত।

যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন বলেন, সাম্প্রদায়িক অশুভ শক্তি যেন এ নির্বাচনে বিজয় লাভ করতে না পারে তার জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সঞ্চালনায় নগরের বন্দর রিপাবলিক হল রুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য দেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, কাউন্সিলর জিয়াউল হক সুমন, আবু সাঈদ জন, রওশন উদ্দিন, আবদুল আজিজ, মোজাম্মেল হোসেন নান্টু, এসএম ফারুক, শাকিল হারুন, ওয়ার্ড যুবলীগের জাকির মিয়া, সানাউল্লাহ, মঈনুল ইসলাম, নজরুল ইসলাম, হাবিব শরীফ, শাহীন সরওয়ার।

উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য সাইফুল ইসলাম, মাহবুবুল আলম আজাদ, সাখাওয়াত হোসেন স্বপন, আবু বক্কর চৌধুরী, সনত বড়ুয়া, আবু বক্কর ছিদ্দিক, দেলোয়ার হোসেন দেলু, ইকবাল ইকরাম শামীম, সরওয়ার হোসেন, সাজ্জাদ আলী বাহাদুর, ওয়ার্ড যুবলীগের আবছার উদ্দিন, আবদুল মালেক, সেলিম রেজা, আকতার জামান, জামাল উদ্দিন রাজু, সালাউদ্দিন, আবদুল মান্নান, আহম্মেদ আবদুর রহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।