ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাঠকের ভালোবাসায় বেঁচে থাকবে পূর্বদেশ

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
পাঠকের ভালোবাসায় বেঁচে থাকবে পূর্বদেশ পূর্বদেশ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

চট্টগ্রাম: অর্ধযুগ পেরিয়েছে চট্টগ্রামের পাঠকনন্দিত পত্রিকা দৈনিক পূর্বদেশ। ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাই মিলনমেলা বসেছিল চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় কেক কেটে ৭ম বছরে যাত্রা শুরুর লগ্নে পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি’র সঙ্গে যোগ দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

কেক কাটেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ইউএসটিসির সাবেক উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী, সাদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ সহ বিশিষ্টজনরা।

দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতি ভালোবাসা জানাতে আসেন প্রয়াত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সারের কন্যা সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. আবদুস সালাম, সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান। ফুলেল শুভেচ্ছা জানান শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাশ, ম্যাক্স হাসপাতালের মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, মাসিক জ্যোতির্ময় প্রকাশক এস প্রকাশ পাল, বাগিশীক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক পূর্বদেশ এর যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ ও সহকারী সম্পাদক মো. তালেব এর সঞ্চালনায় বক্তব্য দেন বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজে’র সভাপতি নাজিমউদ্দীন শ্যামল, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি শহীদুল আলম, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, দর্পণ বা আয়না শব্দটির সঙ্গে সংবাদপত্রের প্রেম শুরু থেকেই। বলা হয়, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। এই আয়নায় সমাজকে দেখা যায়। দৈনিক পূর্বদেশ সেই কাজটিই করে চলেছে নিষ্ঠার সাথে।

পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ-সঠিক তথ্য আর সত্য প্রকাশের দৃপ্ত শপথে পত্রিকাটির পথচলা শুরু হয়েছিল। বিগত সময়গুলোতে আমরা সেই লক্ষ্যে অবিচল থেকে বৃহত্তর চট্টগ্রামের মানুষের কথা বলেছি, তুলে ধরেছি সত্য ও সুন্দরকে। অনিয়ম আর অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি দৃঢ়ভাবে। আমরা আরও এগিয়ে যেতে চাই, পাঠকপ্রিয়  পূর্বদেশ বেঁচে থাকবে পাঠকের ভালোবাসায়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।