ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৬৬ প্রার্থীর সঙ্গে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
৬৬ প্রার্থীর সঙ্গে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সোমবার

চট্টগ্রাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১০টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন। সোমবার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান স্বাক্ষরিত এ বিষয়ে একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, ‘সোমবার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা হবে।

প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলেন, সে জন্য এ মতবিনিময় সভা করা হচ্ছে। সভায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

‘সভায় প্রার্থীদের বিভিন্ন সমস্যার কথা শোনা হবে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের মতামত নেওয়া হবে। ’ যোগ করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলার ১০টি সংসদীয় আসনে ৬৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। চলছে আনুষ্ঠানিক প্রচারণা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।