ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সরকারের রফতানি নীতিতে নিট শিল্পের বিকাশ ঘটেছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
সরকারের রফতানি নীতিতে নিট শিল্পের বিকাশ ঘটেছে বক্তব্য দেন বিকেএমইএ’র সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল

চট্টগ্রাম: বর্তমান সরকারের উদার রফতানি নীতির ফলে অগ্রসরমান নিট শিল্পের বিকাশ উত্তরোত্তর বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল।

ফোরএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল দেশের রফতানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫-১৬ অর্থবছরে তৈরি পোশাক (নিটওয়্যার) জাতীয় রফতানি ট্রফি অর্জন করায় বিকেএমইএ’র পক্ষ থেকে দেওয়া সংবর্ধনার জবাবে এ মন্তব্য কেরন।

সোমবার (১০ ডিসেম্বর) রাতে নগরের আগ্রাবাদের একটি অভিজাত রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএ পরিচালক ফজলুল কাদের ও রাজীব দাশ সুজয়।

শওকত ওসমান বলেন, গাওহার সিরাজ জামিলের এ অর্জন চট্টগ্রামে নিট শিল্পের ব্যবসায়ীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

তিনি বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ফোরএইচ গ্রুপের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

মেসার্স ফোরএইচ ফ্যাশন লিমিটেড জাতীয় রফতানি ট্রফিতে ২০০৫-০৬, ২০০৬-০৭ সালে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদক, ২০০৮-০৯ সালে স্বর্ণ, ২০১১-১২ সালে ব্রোঞ্জ পদক লাভ করে। গাওহার সিরাজ জামিল টানা কয়েকবার সিআইপি নির্বাচিত হয়েছেন। তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য, বিজিএমইএ’র ফরেন মিশন সেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।