ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জেতার আশা নওফেলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জেতার আশা নওফেলের নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলোর কারণে ভোটারের রায় পাবেন বলে আশা করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে হযরত শাহ সুফি আমানত খান (রহ:) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরুর পর সাংবাদিকদের কাছে এ আশার কথা জানান তিনি।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।

এর পেছনে অনেক কারণ রয়েছে। চট্টগ্রামকে ঘিরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছে।
অনেক মেগা প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্প এখন দৃশ্যমাণ। ’

তিনি বলেন, ‘মানুষের মধ্যে শেখ হাসিনার প্রতি আস্থা জন্মেছে। আমরা যা বলি কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করবার সক্ষমতা রাখি। কাজের মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনার সরকার তাদেরকে কিছু দিতে পারবে। তাই আমরা আশা করি শুধু এ আসন নয়, চট্টগ্রামের ১৬টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। ’

নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  ছবি: সোহেল সরওয়ারমহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘চট্টগ্রামে সবসময় আমরা হযরত শাহ সুফি আমানত খান (রহ:)’র মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করি। এটা আওয়ামী লীগের পুরোনো ঐতিহ্য। ’
আরও খবর>>
**  নির্বাচনী প্রচারণা শুরু করলেন নওফেল

তিনি বলেন, ‘শীঘ্রই আওয়ামী লীগের নির্বাচনী ইসতেহার প্রকাশ করা হবে। ইসতেহার প্রকাশের আগে আমি ব্যক্তিগতভাবে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নিজে কোনো ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখি না। ’

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে সকলকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে নাগরিক সমস্যা সমাধাণে ভূমিকা রাখতে চাই। ’

এ সময় নওফেলের সঙ্গে উপস্থিত ছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবসহ নেতাকর্মীরা।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

মঙ্গলবার সকালে সাড়ে ৯টায় হযরত শাহ সুফি আমানত খান (রহ:) মাজার জিয়ারতের মাধ্যমে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।