ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনী প্রচারণা শুরু নোমানের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
নির্বাচনী প্রচারণা শুরু নোমানের আমানত খান (র.) মাজার জেয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আবদুল্লাহ আল নোমান। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হযরত শাহ সুফি আমানত খান (রহ:) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিমউদ্দীন, বিএনপি নেতা জাহাঙ্গির আলম চৌধুরী,  আনোয়ার হোসেন, কাজী বেলাল, ইয়াছিন চৌধুরী প্রমুখ।

নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আবদুল্লাহ আল নোমান।  ছবি: সোহেল সরওয়ারআবদুল্লাহ আল নোমান বলেন, নির্বাচনের প্রচারণায় যাওয়ার আগমুহূর্তে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

 তারা মামলা, গ্রেফতার করেও বিএনপির বিজয়কে থামাতে পারবে না। নির্বাচন কমিশনকে অনুরোধ আপনারা নিরপেক্ষ আচরণ করেন।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।