ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
ফটিকছড়িতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম: ফটিকছড়িতে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ধর্মপুর ও নানুপুর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন মো. আজম, শফিউল আজম, জামাল ও রাশেদুল কুদ্দুস।

আহতরা ফটিকছড়ির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী ও আওয়ামী লীগ নেতা আবু তৈয়বের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের বিষয়টি স্বীকার করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। বিস্তারিত খবর নিচ্ছি।

এ বিষয়ে জানতে নাজিম উদ্দিন মুহুরী ও আবু তৈয়বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।