ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যারিস্টার নওফেলের সঙ্গে যুবলীগের মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
ব্যারিস্টার নওফেলের সঙ্গে যুবলীগের মতবিনিময় বক্তব্য দেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে মতবিনিময় করেছেন যুবলীগের নেতা-কর্মীরা।

সোমবার (১০ ডিসেম্বর) নগরের জামালখানের একটি কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।

যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, চট্টগ্রাম  উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ।

আলোচনায় অংশ নেন নগর যুবলীগ সদস্য হাফিজ উদ্দিন আনসারী, রেজাউল্লাহ খোকন, একরাম হোসেন, নেছার আহমেদ, হেলাল উদ্দিন, রঞ্জিত দে, হাবিবুল্লাহ নাহিদ, আসহাব রসূল জাহেদ, প্রবীর দাশ তপু, আবদুল আউয়াল, সোহেল রানা, শেখ নাছির আহমেদ, কাজী রাজেশ ইমরান, কাজল প্রিয় বড়ুয়া, ইশতিয়াক চৌধুরী, হোসেন সোহরওয়ার্দী, ওয়ার্ড যুবলীগের পক্ষে তারেক ইমতিয়াজ ইমতু, শেখ আহমদ জাহেদ, মান্না বিশ্বাস, অমল সেন ও মো. হারুন।

উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য সুরুত কুমার চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, সাইফুল ইসলাম, আঞ্জুমান আরা আনজু, এম আর ভূঁইয়া, মাহবুব আলম আজাদ, সাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাঈদ জন, শহীদুল ইসলাম মকবুল, রওশন উদ্দিন, কাজী মুজিবুর রহমান, নুরুল আনোয়ার, সালেহ আহমদ ডিগল, আবদুল আজিম, মঈনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, রতন কুমার মল্লিক, জাবেদ খান, সনত বড়ুয়া, আবু বক্কর ছিদ্দিকী, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।

বক্তারা বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের মানুষের জন্য কাজ করে স্মরণীয় ব্যক্তি হিসেবে আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তারই ছেলে ব্যারিস্টার নওফেলকে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করায় চট্টগ্রামবাসী আনন্দিত।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।