ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৌঁছেছে নির্বাচনী মালামাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
চট্টগ্রামে পৌঁছেছে নির্বাচনী মালামাল চট্টগ্রামে পৌঁছেছে নির্বাচনী মালামাল। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে পৌঁছেছে নির্বাচনী মালামাল। সোমবার (১০ ডিসেম্বর) সকালে প্যাড-সিলসহ ১২ রকমের নির্বাচনী মালামাল নগরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছায়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে রোববার (০৯ ডিসেম্বর) স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্ট্যাপলার পিন আনতে ঢাকায় নির্বাচন ভবনে যান জেলা নির্বাচন কর্মকর্তার একান্ত সচিব গোলাম হোসেন। এসব সামগ্রী নিয়ে সোমবার সকালে চট্টগ্রামে পৌঁছান তিনি।

চট্টগ্রামে পৌঁছেছে নির্বাচনী মালামাল।  ছবি: উজ্জ্বল ধরবিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, প্যাড-সিলসহ ১২ রকমের নির্বাচনী মালামাল চট্টগ্রামে এসে পৌঁছেছে।

ব্যালট পেপার আনাটা বাকি আছে। ব্যালট পেপার আসতে আরও সময় লাগবে।

তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যে মনোনয়ন যাচাই-বাছাই শেষ করেছে ইসি। চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা পড়েছে ১৮০টি। যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে ৪৭টি মনোনয়নপত্র।  

জেলা নির্বাচন অফিসের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রামে ভোটার ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬১ জন। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ১২ হাজার ৭২ ও মহিলা ২৭ লাখ ২৫ হাজার ৩৮৯ জন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।