ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই

চট্টগ্রাম: রাউজান ও মিরসরাইয়ে পৃথক দুটি অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর আগুনে পুড়ে গেছে। আগুনে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) ভোরে পৃথক এ ঘটনা ঘটে।

মিরসরাই উপজেলায় ঠাকুরদিঘী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে যায়।

খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের  দু’টি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।

এদিকে রাউজানের ইয়াসিন নগর এলাকায় অপর একটি অগ্নিকাণ্ডে একটি বসতঘর আগুনে পুড়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ডের ফায়ার স্টেশনের একটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়।

চট্টগ্রামের ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, পৃথক ওই দুটি অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও তিনটি বসতঘর আগুনে পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।