ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোটারী ক্লাব অব চিটাগং এলিটস’র সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
রোটারী ক্লাব অব চিটাগং এলিটস’র সভা রোটারী ক্লাব অব চিটাগং এলিটস’র সভা

চট্টগ্রাম: রোটারী ক্লাব অব চিটাগং এলিটস’র নিয়মিত সভা ও গভর্নরের অফিসিয়াল ভিজিট অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) খুলশী ক্লাবে সংগঠনের সভাপতি মো. নওশাদ চৌধুরী মিটুর সভাপতিত্বে ও মোহাম্মদ নাসির উদ্দীনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২’র জেলা গভর্নর দিলনাশিঁ মোহসেন।

বক্তব্য রাখেন জেলা কর্ণফুলী জোন’র জোনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজওয়ান শাহিদী, ডেপুটি গভর্নর ওমর আলী ফয়সাল, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আসিফ আহমেদ, ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট আমিনুল হক বাবু, ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম চৌধূরী ও ক্লাব পরিচালক জিয়াউদ্দীন হায়দার শাকিল।

উপস্থিত ছিলেন ক্লাব পরিচালক মো. ফকরুল ইসলাম, সাহেব আলী, আহমেদ নূর ফয়সাল, শাহরিয়ার টিপু সুলতান, শেখ ওয়ালিদ হাসান, মিরাজ উদ্দীন আহমেদ, মো. মনজুরুল ইসলাম রায়হান, মো. চান্দু মিয়া ও শাকিল আহমেদ প্রমুখ।

জেলা গভর্নর দিলনাশিঁ মোহসেন বলেন, সারা বিশ্বে মানব কল্যাণ ও ফেলোশিপসহ ভাতৃত্বের বন্ধন বিনির্মাণে রোটারি ভূমিকা রেখে আসছে। ১১৩ বছর যাবৎ পোলিও নির্মুল, শিক্ষা, স্বাস্থ্য ও সেনিটেশন সেবায় রোটারি তাদের কার্যক্রম চলমান রেখেছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।