ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মনোনয়ন প্রত্যাহার করলেন যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
চট্টগ্রামে মনোনয়ন প্রত্যাহার করলেন যারা

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। রোববার (৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করে তারা আবেদন করেন।

এর মধ্যে বিএনপির ৬, জাসদের ৩, এলডিপির ২, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ ছাড়া জাতীয় পার্টি, বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, জেএসডির একজন করে প্রার্থী এবং স্বতন্ত্র একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

তারা হলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির কামালউদ্দিন আহমদ, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিকল্পধারার মাজহারুল হক শাহ, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বশর মুহা. জয়নাল আবেদীন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির সাকিলা ফারজানা।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির আবু আহমেদ হাসনাত, শওকত আলী নুর, ইসলামিক ফ্রন্টের আহমেদ রেজা, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে জাতীয় পার্টির ফাতেমা খুরশিদ সোমাইয়া, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ন্যাপের আলী নেওয়াজ খান ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ আবু হানিফ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে জাসদের মো. আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) শাহজাহান চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এ ছাড়া মনোনয়ন প্রত্যাহার করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জাসদের মো. জসীম উদ্দিন ও জেএসডির শহিদ উদ্দিন মাহবুব, চট্টগ্রাম-১২ আসনে (পটিয়া) আসনের এলডিপির নাদিয়া আকতার, চট্টগ্রাম-১৩ আসনে (আনোয়ারা) বিএনপির মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে এলডিপির অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, জাসদের সুযসময় চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির শেখ মোহাম্মদ মহিউদ্দিন।

নগরের ৬টি (আংশিক জেলা) আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, রোববার নয়জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

জেলার ১০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইলিয়াছ হোসাইন বলেন, ২ ডিসেম্বর যাছাই-বাছাই শেষে ২২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এর মধ্যে আপিল করে পাঁচজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ ছাড়া রোববার প্রত্যাহারের শেষদিন ১০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

তিনি বলেন, ‘সোমবার (১০ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত প্রার্থীদের তালিকা পাঠিয়েছে। যেসব আসনে এক দলের একাধিক প্রার্থী মনোনয়ন নিয়েছেন, দলগুলোর তালিকা দেখে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।