ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেফতার অস্ত্রসহ গ্রেফতার চার ছিনতাইকারী

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি মার্কেট থেকে অস্ত্র, গুলি ও ছুরিসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

রোববার (৯ ডিসেম্বর) ভোরে রিয়াজউদ্দিন বাজারের আল্লাহর দান সুপার মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি, একটি চাপাতি ও দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার চার ছিনতাইকারী হলো- মো. সোহেল (২৭), মো. মামুন (২৫), মো. ইমন শরীফ প্রকাশ ইমন (১৯) ও মো. আনোয়ার হোসেন (২০)।

জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, রিয়াজউদ্দিন বাজারের আল্লাহর দান সুপার মার্কেটে অভিযান চালিয়ে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি, একটি চাপাতি ও দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার চার জনের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।