ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

চট্টগ্রাম: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। রোববার (০৯ ডিসেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে গোলপাহাড় মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কর্তৃক আয়োজিত দুর্নীতি বিরোধী মানববন্ধনে একত্মতা ঘোষণা করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

এসময় বক্তারা বলেন, সমাজকে দুর্নীতিমুক্ত করা না গেলে দেশ ও জাতি ধ্বংস হবে। পাশাপাশি দুর্নীতিবাজরা আরও সক্রিয় হবে।

 কথায় ও কাজে নীতির বিরুদ্ধাচরণ করা, নীতিকে পদদলিত করাই দুর্নীতি। এই দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে।

বক্তব্য দেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির ও তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।