ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইসির আনুকূল্য পেয়েছে ‘জামায়াত নিয়ন্ত্রিত’ বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
ইসির আনুকূল্য পেয়েছে ‘জামায়াত নিয়ন্ত্রিত’ বিএনপি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. হাছান মাহমুদ। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: ‘জামায়াত নিয়ন্ত্রিত’ বিএনপি ইলেকশন কমিশনের (ইসি) আনুকূল্য পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে নগরের দেওয়ানজী পুকুর পাড় এলাকায় তার বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি পার্টনার হিসেবে জামায়াতকে নিয়ে ক্ষমতায় এসেছিল।

কার্যত খোলস বিএনপির হলেও ভেতরে সবসময় জামায়াত নিয়ন্ত্রিত। অতীতে জামায়াতের সঙ্গে মন্ত্রীসভাও গঠন করেছে বিএনপি।

তিনি বলেন, ‘লন্ডনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠকের খবর বেরিয়েছে। এ বৈঠকে জামায়াত নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। আমাদের দেশের কাছে পরাজিত হওয়া দেশ পাকিস্তানের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে নিয়মিত বৈঠক করেন তারেক রহমান। তারেক রহমান শুধু আইএসআইয়ের সঙ্গে বৈঠক করেন তা নয় তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গেও বৈঠক করেছেন। অর্থাৎ বিদেশে বসে তিনি নিয়মিত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে কেন্দ্র পাহারা দিতে হবে। কেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণার মাধ্যমে কেন্দ্র দখল করার দূরভিসন্ধি প্রকাশ পেয়েছে। এ নির্বাচনের মাধ্যমে তারা জামায়াত নিয়ন্ত্রিত একটি সরকার প্রতিষ্ঠা করার মিশন নিয়ে মাঠে নেমেছে। ’

তিনি আরও বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একরকম বক্তব্য দেন, অন্যদিকে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আরেক রকম বক্তব্য দেন। তাদের দুইজনের বক্তব্যে কোনো মিল নেই। ’

‘বিএনপির অন্তত ১০০ জন প্রার্থী হলফনামায় সইও করেননি তবুও তারা প্রার্থীতা ফেরত পেয়েছেন। যদি কোনো লিগ্যাল ডকুমেন্টে সই না থাকে সেটা লিগ্যাল ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। তবুও বিএনপির গোলাম মাওলা রণিসহ অনেক প্রার্থী তাদের প্রার্থীতা ফেরত পেয়েছে। এটা নজিরবিহীন। এজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসিকে ধন্যবাদ জানিয়েছেন। বিএনপি ইসির আনুকূল্য পেয়েছে,’ বলেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘রুহুল কবির রিজভী আহমেদ ইসিকে বিতর্কিত করার জন্য নানা ধরনের কথা বলছেন। তিনি এও বলেছেন যে, ফরমায়েশের জন্য নাকি আওয়ামী লীগ থেকে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের প্রার্থীতা বাতিল হয়েছে। ফটিকছড়িসহ অনেক জায়গায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা রয়ে গেছে। জাতীয় পার্টির সাবেক মহাসচিবের প্রার্থীতাও বাতিল হয়েছে। তার মানে ইসি স্বাধীনভাবে কাজ করছে। ’

২ জানুয়ারি খালেদা জিয়া মুক্তি পাবেন-গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর এমন মন্তব্যের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘উনাকে দেখতে তো জ্যোতিষীর মতো মনে হয়। জ্যোতিষ বিজ্ঞানে তার পারদর্শিতার জন্য এমন মন্তব্য কি না-তা আমার জানা নেই। আইন ও আদালতের বিষয়ে তিনি যেভাবে জ্যোতিষীর মতো মতামত দিয়েছেন তা নিয়ে আর কিছু বলার নেই। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।