ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মোরশেদ খানের মনোনয়ন বৈধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
মোরশেদ খানের মনোনয়ন বৈধ ঘোষণা

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে বিএনপি নেতা এম মোরশেদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির এ প্রভাবশালী নেতা।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের শিক্ষাগত যোগ্যতার সনদ যুদ্ধের সময় পুড়ে গিয়েছিল।

যার সত্যায়িত কপি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছিল। পাশাপাশি বিল খেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।

এ ছাড়া তিনি একটি কোম্পানির নমিনী পরিচালক ছিলেন, সেটির কিছু বিল বকেয়া ছিল। নিজের কোম্পানি না হওয়ায় এ বিষয়েও কমিশনে আপিল করা হলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এম মোরশেদ খান বাংলানিউজকে বলেন, ‘আপিল শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তারা আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন’।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad