ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে একজোট চট্টগ্রামবাসী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
নৌকার প্রার্থীকে বিজয়ী করতে একজোট চট্টগ্রামবাসী মতবিনিময় সভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী জাফর আলম

চট্টগ্রাম: নৌকার প্রার্থী জাফর আলমকে বিজয়ী করতে একজোট হয়ে মাঠে নামবেন চট্টগ্রাম শহরে অবস্থানরত চকরিয়া-পেকুয়া উপজেলার অধিবাসীরা।

শুক্রবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম শিশু একাডেমি মাঠে মতবিনিময় সভায় নগরে অবস্থানরত পেশাজীবী-রাজনৈতিক কর্মীরা হাত তুলে এ শপথ করেন।

সভায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতাও উপস্থিত থেকে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।

বক্তারা বলেন, কক্সবাজার ঘিরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। এর সুফল চকরিয়া-পেকুয়াবাসীর ঘরে তুলতে মহাজোট প্রার্থীকে বিজয়ের কোন বিকল্প নেই।

অনেক বছর পর চকরিয়া আসনে আওয়ামী লীগের একজন প্রার্থীকে এমপি বানানোর সুযোগ হয়েছে; তাই একজোট হয়ে সবাইকে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৯৭৩ সালের সংসদে সাবেক এমপি ডা. শামসুদ্দিন চৌধুরী। বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য কমরুদ্দিন আহমদ।

অনুষ্ঠানে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদ প্যানেল মেয়র জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া পৌরসভার প্রথম মেয়র আনোয়ারুল হাকিম দুলাল, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) এর সাবেক মহাব্যবস্থাপক আতাউল হক, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল করিম মন্নু, চবি শিক্ষক মেজবাহ উদ্দিন, আ’লীগ নেতা আমিনুর রশিদ দুলাল ও ওয়ালিদ মিল্টন, চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি আবু তাহের, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক হামিদ হোসাইন, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।