ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনে প্রমাণ করতে হবে স্বাধীনতার শক্তির ঐক্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
নির্বাচনে প্রমাণ করতে হবে স্বাধীনতার শক্তির ঐক্য মোস্তফা হাকিম কলেজ মাঠে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের প্রতিনিধি সভা

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণ করতে হবে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে। স্বাধীনতার চেতনার শক্তিগুলো ঐক্যবদ্ধ।

শুক্রবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সংসদীয় আসনের সিটি গেটে মোস্তফা হাকিম কলেজ মাঠে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী দিদারুল আলম আয়োজিত প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন।

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরি ও যুগ্ম সম্পাদক বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মহাজোটের প্রার্থী দিদারুল আলম এমপি।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন আহমেদ বাবলু, আইন বিষয়ক সম্পাদক ভবতোষ, সদস্য নুরুল আলম কোম্পানি, মো. ইদ্রিস, পৌর মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর, গোলাম রাব্বানি, ডা.আবুল হাসেম ভূঁইয়া, রেজাউল করিম বাহার,যুগ্ম সম্পাদক আ ম ম দিলশাদ, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মনজু, ইউপি চেয়ারম্যান সৈয়দপুরের তাজুল ইসলাম নিজামী, মুরাদপুরের জাহিদ হোসেন নিজামী বাবু, বাড়বকুণ্ডের সাদাকাত উল্ল্যাহ মিয়াজি, বাঁশবাড়িয়ার শওকত আলী জাহাঙ্গীর, কুমিরার মোরশেদ আলম চৌধুরী, ভাটিয়ারীর নাজিম উদ্দিন, ছলিমপুরের সালাউদ্দিন আজিজ, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মোতাহের হোসেন সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা সিরাজউদ্দৌলা বিএসসি, নিজাম উদ্দিন, এজেএম হোসেন লিটন, আরঙ্গজের সাবু, কামাল সওদাগর, খাইরুল আযম জসিম, আমজাদ হোসেন, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ারা বেগম, সাধারণ সম্পাদক শাহিনুর আক্তার বিউটি, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, চট্টগ্রাম উত্তর জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইফুল আক্তার, সীতাকুণ্ড শাখা জাসদের সভাপতি আহাম্মদ হোসেন নিজামী, সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad