bangla news

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ শুরু সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-০৭ ৮:৫৪:১৯ পিএম
....

....

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে নিয়োগ পাওয়া ৩৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের প্রশিক্ষণ সোমবার (১০ ডিসেম্বর) শুরু হবে। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকায় নির্বাচন কমিশনে (ইসি) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তার মো. মুনীর হোসেন খান। বাংলানিউজকে তিনি বলেন, চট্টগ্রামসহ সারা দেশে নিয়োগ পাওয়া ৬৪০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রশিক্ষণ দেবে ইসি। তিন দিন চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম।

‘ইতোমধ্যে চট্টগ্রামে নিয়োগ পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ শেষ হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ১৪ ডিসেম্বর শুরু হবে। ধাপে ধাপে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অন্যদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।’ যোগ করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

ইসির উপ-সচিব (আইন) মো. শরীফ হোসেন হায়দার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে নিয়োগ পাওয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ ১০ ডিসেম্বর থেকে শুরু হবে। ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয় অডিটরিয়ামে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এসইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম একাদশ জাতীয় সংসদ নির্বাচন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-12-07 20:54:19