bangla news

পুলিশ হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-০৭ ৭:১৬:৩৮ পিএম
অস্ত্রসহ গ্রেফতার মো. ফারুক

অস্ত্রসহ গ্রেফতার মো. ফারুক

চট্টগ্রাম: পুলিশ কনস্টেবল কাইয়ুম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. ফারুক প্রকাশ বুলেট ফারুককে (৩৬) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে নগরের কোতোয়ালী থানার সিআরবি কাঠের বাংলো থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম।

মো. ফারুক প্রকাশ বুলেট ফারুক টাইগারপাস এলাকার আবদুল আজিজের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ফারুক প্রকাশ বুলেট ফারুককে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে। ফারুক পুলিশ কনস্টেবল কাইয়ুম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।

তিনি জানান, ২০১৩ সালের নভেম্বর মাসে টাইগারপাসের বাটালি হিলে ডিউটিরত পুলিশ কনস্টেবল কাইয়ুমকে ফারুকসহ একদল সন্ত্রাসী নির্মমভাবে গলা কেটে হত্যা করে এবং আহত করে আরও ৫ পুলিশ সদস্যকে।

ফারুকের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এসকে/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম পুলিশ অস্ত্র উদ্ধার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-12-07 19:16:38