ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই বছর আগে ঈশ্বর নিয়ে যেতে চেয়েছিল: সমরেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
আড়াই বছর আগে ঈশ্বর নিয়ে যেতে চেয়েছিল: সমরেশ আলাপচারিতায় সমরেশ মজুমদার। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ঠিক আড়াই বছর আগে ঈশ্বর নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে মন্তব্য করেছেন খ্যাতিমান সাহিত্যিক সমরেশ মজুমদার।

শুক্রবার (০৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাতিঘর আয়োজিত আলাপচারিতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সমরেশ মজুমদারের লেখা গান শোনান শিল্পী অনিন্দিতা।

সমরেশ বলেন, ঠিক আড়াই বছর আগে ঈশ্বর আমাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। প্রকৃতি কখন রক্তে দোলাচল তৈরি করে।

সেইবার যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরি বাংলা অক্ষর চিনতে পারিনি। ছোট মেয়ে স্লেটে অ, অা শিখিয়েছিল।

সঞ্চালক ছিলেন কবি বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, যার লেখা পড়ে ভালোবাসতে শিখেছি। তার পাশে বসে কথা বলা বিব্রতকর। তার সাহিত্য চর্চার বয়স ৫০ পেরিয়েছে।

স্বাগত বক্তব্যে বাতিঘরের সত্বাধিকারী দীপঙ্কর দাশ বলেন, চার বছর আগে চট্টগ্রাম বাতিঘরে এসেছিলেন সমরেশ মজুমদার। পাঠকের ভালোবাসায় তিনি খুশি হয়েছিলেন। অসুস্থতা সত্ত্বেও তিনি আবার আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।