ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম চিড়িয়াখানার নিজস্ব ওয়েবসাইট চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
চট্টগ্রাম চিড়িয়াখানার নিজস্ব ওয়েবসাইট চালু ওয়েবসাইট উদ্বোধন করছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: আনুষ্ঠানিকভাবে নিজস্ব ওয়েবসাইট চালু করেছে চট্টগ্রাম চিড়িয়াখানা। ফলে এখন থেকে ঘরে বসেই পশু-পাখিসহ চিড়িয়াখানার সব তথ্য পাবেন দর্শনার্থীরা।

বুধবার (৫ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

chittagongzoo.gov.bd ঠিকানার এ ওয়েবসাইটে চট্টগ্রাম চিড়িয়াখানার ইতিহাস, পশু-পাখিদের অবস্থান, বিবরণসহ স্থিরচিত্র ও ভিডিও গ্যালারি থাকবে।

যার মাধ্যমে ঘরে বসেই ‘ভার্চুয়াল জু’ দেখাসহ চিড়িয়াখানার সব তথ্য পাবেন দর্শনার্থীরা।

চট্টগ্রাম চিড়িয়াখানার নতুন ওয়েবসাইটঅনুষ্ঠানে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মমিনুর রশিদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাশহুদুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আমিরুল কায়ছারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠার ২৯ বছর পর অনলাইনের আওতায় আনা হলো চট্টগ্রামের দর্শনার্থীদের পছন্দের এ বিনোদন কেন্দ্রটিকে।

১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি নগরের ফয়'স লেকের পাশে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। বর্তমানে চিড়িয়াখানায় দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ৩০০ পশু-পাখি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।