ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জনদুর্ভোগ সৃষ্টি ও ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
জনদুর্ভোগ সৃষ্টি ও ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা জুবিলি রোডে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: নগরের জুবিলি রোডের উভয় পাশে ফুটপাত অবৈধভাবে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি ও ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় ৩৭ দোকানিকে ১ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

আফিয়া আখতার বাংলানিউজকে জানান, সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানের পণ্যসামগ্রী স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টি এবং চসিকের ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় জরিমানা করা হয়েছে।

পরিচ্ছন্ন নগরী এবং যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে আগামী দিনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।