ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তারামন বিবি হল নামকরণের দাবি চবি ছাত্রলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
তারামন বিবি হল নামকরণের দাবি চবি ছাত্রলীগের বেগম খালেদা জিয়া হলের নাম মুছে দিচ্ছে চবি ছাত্রলীগ।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বেগম খালেদা জিয়া হলের নাম বীরপ্রতীক তারামন বিবির নামে করার দাবি জানিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার (০৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে হলের নামফলক মুছে তারা এ দাবি জানান।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলম বাংলানিউউজকে বলেন, চবিতে কোনো প্রমাণিত দুর্নীতিবাজ, জঙ্গিদের পৃষ্ঠপোষক, অশিক্ষিত ব্যক্তির নামে আবাসিক হল থাকবে না।

তাই চবি ছাত্রলীগ খালেদা জিয়া হলের নাম মুছে দিয়ে বীর প্রতীক তারামন বিবির নামে করার দাবি জানিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আবু তোরব পরশ, আব্দুল মালেক, মিজানুর রহমান বিপুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।