ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কিরিটি রঞ্জন বড়ুয়ার শেষকৃত্যানুষ্ঠান মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
কিরিটি রঞ্জন বড়ুয়ার শেষকৃত্যানুষ্ঠান মঙ্গলবার

চট্টগ্রাম: বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত রবীন্দ্রসংগীত শিল্পী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (অবসরপ্রাপ্ত) কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া আর নেই। শনিবার (১ ডিসেম্বর) রাত ১১টায় দিল্লির মেডেন্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।

বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক এবং গীতধ্বনি সংগীত অঙ্গনের পরিচালক ও সংগীতগুরু কিরিটি রঞ্জন বড়ুয়ার পারলৌকিক সদগতি কামনায় মঙ্গলবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম বৌদ্ধমন্দিরে প্রথম অনিত্য সভা এবং পরে মিরসরাইয়ের দমদমা গ্রামের বাড়িতে শোকসভা ও শেষকৃত্যানুষ্ঠান হবে। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।

 

প্রয়াতের শুভানুধ্যায়ী, আত্মীয়, বন্ধুবান্ধব ও শিক্ষার্থীদের অনিত্য অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।