রোববার (২ ডিসেম্বর) নগরে সরকারের চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
মেয়র প্রথমে নাসিরাবাদে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের আওতায় রিজার্ভার, পানি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও বুস্টার স্টেশন পরিদর্শন করেন।
এ সময় মেয়রের সঙ্গে চসিক কাউন্সিলর এইচএম সোহেল, শৈবাল দাশ সুমন, এএফ কবির আহমেদ মানিক, চউকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ, রাজনীতিক সুমন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মেয়র কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন চট্টগ্রামের চেহারা পাল্টে দিয়েছে। অতীতে কোনো সরকারের আমলে চট্টগ্রামে এত উন্নয়ন হয়নি। জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রামের প্রতি আলাদা ভালোবাসার কারণে এ উন্নয়ন সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এআর/টিসি