ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রফতানি ট্রফি পেলেন গাওহার সিরাজ জামিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
রফতানি ট্রফি পেলেন গাওহার সিরাজ জামিল প্রধানমন্ত্রী থেকে রফতানি ট্রফি নিচ্ছেন গাওহার সিরাজ জামিল

চট্টগ্রাম: বিকেএমইএ’র সহ-সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল জাতীয় রফতানি ট্রফি (রৌপ্য) পেয়েছেন।

দেশের রফতানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫-১৬ অর্থবছরে তৈরি পোশাক (নীটওয়্যার) খাতে তাকে এ ট্রফি দেয়া হয়।

রোববার (২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি জাতীয় রফতানি ট্রফি গ্রহণ করেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআই এর সভাপতি শফিউল আলম মহিউদ্দিন।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়িক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মেসার্স ফোর এইচ ফ্যাশন লিমিটেড জাতীয় রফতানি ট্রফিতে ২০০৫-২০০৬, ২০০৬-২০০৭ সালে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদক, ২০০৮-২০০৯ সালে স্বর্ণ, ২০১১-১২ সালে ব্রোঞ্জ পদক লাভ করে।

গাওহার সিরাজ জামিল টানা কয়েকবার সিআইপি নির্বাচিত হয়েছেন। তিনি সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য, বিজিএমইএ এর ফরেন মিশন সেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad