bangla news

বাল্যবিবাহ ঠেকালেন সাতকানিয়ার ওসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১১-৩০ ২:২৬:৩৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম: ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে একই এলাকার শাহাব উদ্দিনের বিয়ের দিন ঠিক করা ছিল। যথারীতি অতিথিরাও এসেছিলেন বিয়েতে। কিন্তু সেই বাল্য বিয়ে বন্ধ করলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন।

শুক্রবার (৩০ নভেম্বর) সাতকানিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দুর্লভের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

১৫ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে একই এলাকার ফজল করিমের ছেলে শাহাব উদ্দিনের বিয়ের দিন ঠিক করা ছিল শুক্রবার। ওই কিশোরী ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. রফিকুল হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়ের অভিভাবক ও ছেলের পরিবারের সঙ্গে কথা বলে এ বিয়ে বন্ধ করা হয়েছে। মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দিয়েছেন মেয়ের অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮ 
এসকে/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম বাল্যবিয়ে পুলিশ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-11-30 14:26:38