ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ওসি হিমাংশুর বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৯, নভেম্বর ২৮, ২০১৮
ওসি হিমাংশুর বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা

চট্টগ্রাম: বোয়ালখালীতে সমর কৃষ্ণ চৌধুরীকে (৬৩) চট্টগ্রাম নগর থেকে ‘তুলে নিয়ে’ অস্ত্র ও ইয়াবা মামলায় ‘ফাঁসিয়ে দেওয়ার’ ঘটনায় সাবেক ওসি হিমাংশু দাশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে তদন্ত কমিটি।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হচ্ছে পুলিশ সদর দফতরে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) এ চিঠিতে সই করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

চিঠিতে আরও দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সুপারিশ করা হয়েছে। তবে তাদের নাম পাওয়া যায়নি।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
আরও খবর>> 
**সমর চৌধুরীকে ফাঁসিয়ে বিতর্কিত ওসিকে বদলি
গত ২৭ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের জহুর হকার্স মার্কেটের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর সহকারী সমর কৃষ্ণ চৌধুরীকে বোয়ালখালী থানা পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠে।

পরদিন ২৮ মে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের মামলা দিয়ে জেলে পাঠায় সমর কৃষ্ণ চৌধুরীকে। গত ১০ জুলাই অস্ত্র মামলা ও ২৪ জুন ইয়াবার মামলায় জামিন পান সমর কৃষ্ণ চৌধুরী। ১২ জুলাই তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এ ঘটনায় জড়িত থাকায় বোয়ালখালী থানার ওসি হিমাংশু দাশ, এসআই আরিফ ও এসআই আতিক উল্লাহকে প্রত্যাহার করে নেওয়া হয়। পরে হিমাংশু দাশকে এপিবিএনে বদলী করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।