![]() ইট ভাটায় অভিযান চালিয়ে জব্দকৃত কাঠ |
চট্টগ্রাম: ইট ভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধ থাকার পরও কাঠ জ্বালিয়ে আসছিল ‘জিবি ডব্লিউ’ নামে একটি কোম্পানি।
শনিবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন এলাকায় ওই ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় তিন ট্রাক কাঠ জব্দ করে মালিককে আইন মেনে ইট তৈরি করার নির্দেশ দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
তিনি বাংলানিউজকে বলেন, গাছ কেটে ইট ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করে ইট প্রস্তুত করা এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুসারে নিষিদ্ধ। এরপরও ওই প্রতিষ্ঠানের মালিক পরিবেশ ধ্বংস করে ইট প্রস্তুত করে আসছিল। তাই কাঠগুলো জব্দ করে পরবর্তীতে আর ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
জেইউ/এসি/টিসি