bangla news

চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন ৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১১-২৩ ৮:০৭:২৯ পিএম
নির্বাচন গ্রাফিক্স

নির্বাচন গ্রাফিক্স

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ৬টি সংসদীয় আসনের বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একজন দুইটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

শুক্রবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে ৪টি এবং জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ২টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

 

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে সামছুল আলম হাসেম, চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে মো. জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম-১২ (পটিয়া) ও ১৪ (চন্দনাইশ) আসনে মুহাম্মদ দেলাওয়ার হোসেন সাকী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে মোহাম্মদ এরফানুল হক, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এইচএম ফরিদ আহাম্মদ প্রার্থী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৬টি সংসদীয় আসনের বিপরীতে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন দুইটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পুনঃতফসিল অনুযায়ী মনোননয়নত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর, বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এআর/টিসি

 

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম একাদশ জাতীয় সংসদ নির্বাচন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-11-23 20:07:29