ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আচার্য দীনেশ সেন স্বর্ণপদক পাচ্ছেন শিরীণ অাখতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, নভেম্বর ২৩, ২০১৮
আচার্য দীনেশ সেন স্বর্ণপদক পাচ্ছেন শিরীণ অাখতার

চট্টগ্রাম: সাহিত্যে বিশেষ অবদানের জন্য আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি গোল্ড মেডেল পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য কথাসাহিত্যিক প্রফেসর ড. শিরীণ আখতার।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে তিনি বলেন, সোমবার (২৬ নভেম্বর) ভারতের কলকাতা প্রেস ক্লাব মিলনায়তনে আচার্য দীনেশ চন্দ্র সেনের সার্ধশত জন্মজয়ন্তী অনুষ্ঠানে এ পদক দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি চিত্তকোষ মুখোপাধ্যায়।

 সভাপতিত্ব করবেন বিজ্ঞানী ড. অরূপ মিত্র।

এ ছাড়া অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয় বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. অরূপ দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক লেখক সিদ্ধার্থ চ্যাটার্জী ও ড. মোমিনুর রসুল উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
জেইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।