ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে অপহরণের ৪৮ ঘণ্টা পর শিশু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, নভেম্বর ২২, ২০১৮
সন্দ্বীপে অপহরণের ৪৮ ঘণ্টা পর শিশু উদ্ধার

চট্টগ্রাম: সন্দ্বীপে অপহরণের ৪৮ ঘণ্টা পর আওসাফ হোসেন জারিফকে (৮) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে সন্দ্বীপের বাউরিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে বাংলানিউজকে জানান সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান।

এসময় তাহমিনা (৩৮) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় তাহমিনাসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপর দুইজন হলেন- সানু (২৮) ও হুমায়ুন (৫০)।

তাদের মঙ্গলবার পুলিশ আটক করে বলে জানা যায়।

অপরহণের শিকার আওসাফ হোসেন জারিফ সন্দ্বীপের বাউরিয়া এলাকার মোহাম্মদ জ্যাকবের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, অপহরণের ৪৮ ঘণ্টা পর আওসাফ হোসেন জারিফকে বাউরিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।