ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিনার

চট্টগ্রাম: নগরের হাজারী লেইনে প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবনে অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘আয় বৈষম্য ও গণতন্ত্র: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলী আশরাফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষক ফারিয়া হোসেন বর্ষা।

অধ্যাপক ড. আলী আশরাফ বলেন, গণতন্ত্রের উপর বিশ্বায়নের প্রভাবের ফলে অর্থনৈতিক উন্নয়ন যদিও সম্ভব, কিন্তু অর্থনীতির মূল চালিকা শক্তি (কৃষক, শ্রমিক) নিম্ন আয়ের মানুষের মধ্যে আয় বৈষম্য কমছে না।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা ইয়াছমিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।